হামাস-ইসরায়েল সংঘাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান লুইস মোরেনো ওকাম্পো।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা উল্লেখ করেন। আইসিসির সাবেক প্রধানের মতে, হামাসের হামলায় এ পর্যন্ত ১৪০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন যা স্পষ্ট গণহত্যা। এছাড়া ২২০ জনের বেশি দেশি-বিদেশি নাগরিককে জিম্মি করাকেও তিনি মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন।
অবরোধে বিপর্যস্ত গাজাবাসীর কথা উল্লেখ করে তেল আবিবের সমালোচনা করেন লুইস। তিনি বলেন, এটি অবশ্যই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা।
তিনি আরো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে কোনো অঞ্চলকে অবরোধ করে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া যায় না।
গাজায় বিদ্যুৎ, পানি, খাবার বন্ধ করাকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন তিনি।
গত ৭ অক্টোবর নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার বেসামরিক লাখ লাখ বাসিন্দা। প্রায় তিন সপ্তাহে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। সূত্র: বিবিসি