হামাসের হামলা ইস্যুতে নেতানিয়াহুকে সরকার পতন আন্দোলনের হুমকি

0

ইহুদিবাদী ইসরায়েলের শক্তিশালী হিস্তাদ্রুত শ্রমিক ইউনিয়নের নেতা আরনোন বার-ডেভিড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাত অক্টোবরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিতে হবে অন্যথায় তার সংগঠন সরকারবিরোধী আন্দোলনে যোগ দেবে। একই সঙ্গে তিনি আগাম নির্বাচন দাবি করেছেন।

আরনোন বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে এনেছেন। আরনোনের বক্তব্য উদ্ধৃত করে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তিনি বলেন, নেতানিয়াহুকে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, নেতানিয়াহু ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন এবং তিনি গাজার বন্দিদের মুক্ত করার ব্যাপারে চুক্তি করতে বাধা সৃষ্টি করছেন। এ ব্যাপারে আরনোন যুদ্ধবাজ নেতানিয়াহুকে সময় সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে বন্দী মুক্তির বিষয়ে চুক্তি না হলে নেতানিয়াহুর পতন আন্দোলন শুরু হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here