হামাসের হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরায়েল

0

শনিবার থেকে হামাসের নজিরবিহীন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানে তাদের প্রক্সি কমান্ডার সমর্থিত এবং নির্দেশিত হামাসের মাধ্যমে ইহুদিদের পবিত্র দিনে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে একটি বিনা উস্কানিমূলক জঘন্য হামলা চালিয়েছে।’

তিনি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষায় সমস্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও সকল নাগরিককে এক হয়ে হামাস, ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা আহ্বান জানিয়েছেন।

এই পরিস্থিতিতে হামাসের হামলার পাল্টা জবাবে গাজার চিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। এক্স পোস্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নারী শিশু ও বয়স্কো কোনো বাছবিচার না করেই সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা যে ভুল করেছে, অচিরেই এর ফল ভোগ করবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here