হামাসের হামলায় ৬ শতাধিক ইসরায়েলি নিহত

0

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রক্তক্ষয়ী হামলায় অন্তত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির প্রেস অফিস জানিয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে আরও অন্তত ১০০ ইসরায়েলিকে।

অপরদিকে, গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৭০ জন ফিলিস্তিনি।

শনিবার ইসরায়েলে বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর রবিবার দিনভর গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বর্তমানে অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা।’

শনিবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে হাজারও রকেট হামলা শুরু করে হামাস। এরপর হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

সূত্র : বিবিসি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here