হামাসের অতর্কিত হামলার পর থেকে তিন সপ্তাহে কমপক্ষে কমপক্ষে এক হাজার ৫৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম কেএএন সোমবার এ তথ্য দিয়েছে।
এর আগে রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গাজার সঙ্গে নিহত সেনার সংখ্যা ৩১১ জনে পৌঁছেছে।
তেল আবিবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, সংঘর্ষে পাঁচ হাজার ৪৩১ জন ইসরায়েলি আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর পাল্টা আক্রমণে খুব বেশি সময় নেয়নি তেল আবিব। এর মধ্যে গত কয়েক দিন ধরে চলছে স্থল হামলা।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত আট হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৩৪২ জনেরও বেশি শিশু। দুই হাজার ৬২ জনের বেশি নারী ও ৪৬০ জন বয়স্ক নাগরিক রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি