ইসরায়েল সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের ধারণা এখনো হামাসের হাতে ১৯৯ জন জিম্মি রয়েছেন। ৭ অক্টোবর হঠাৎ করেই ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।
হামাস জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের তারা নিরাপদ আশ্রয়ে গাজাতেই রেখেছেন। সেই সাথে হামাস হুঁশিয়ারি দিয়েছে, যদি গাজায় বেসামরিক নাগরিকদের বাড়িতে বোমা ফেলা তবে জিম্মিদের হত্যা করা হবে।
এর পর থেকে টানা চলে আসছে হামলা। ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২৭শ’ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।