হামাসের হাতে আটক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় দখলদার ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা।

হামাসের আল কাসাম ব্রিগেড ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

কাসাম ব্রিগেড সোমবার সকালে তেল আবিব ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজা থেকে দখলদার ইসরায়েলের ভেতরে প্রবেশ করে ঐতিহাসিক ‘আল-আকসা তুফান’ অভিযান পরিচালনা করে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারি ও হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এর প্রতিবাদেই এই হামলা চালায় হামাস।

আল-আকসা তুফান অভিযানের পর থেকেই গাজার বেসামরিক মানুষের ওপর নৃশংস হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। সেই হামলা এখনও চলছে। তবে গাজার সশস্ত্র সংগ্রামী সংগঠনগুলোও দৃঢ়তার সঙ্গে তা প্রতিরোধ করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here