হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। গাজায় পাওয়া হার্ড ড্রাইভে এই ছবি ছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
খবরে বলা হয়েছে, আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে তার হাতে প্লাস্টিকের একটি কাপ যাতে তিনি চা পান করছেন বলে দেখা গেছে। তার অন্য হাতে ছিল মার্কিন কিছু ডলার। ইসরায়েলি বাহিনী তার শারীরিক অবস্থা নিয়ে যে মূল্যায়ন করেছিল তা ভুল প্রমাণিত হয়েছে।
গত মাসে ইহুদি সেনাবাহিনী গাজায় একটি সুড়ঙ্গ ব্যবস্থার সন্ধান পায় এবং একটি হুইলচেয়ার খুঁজে পায় যা দেইফের বলে মনে করা হয়।
সুড়ঙ্গগুলোতে আবিষ্কৃত তথ্য অনুসারে, এটি স্পষ্ট যে, দেইফ সম্ভবত কোনো শারীরিক অক্ষমতাতে ভুগছেন, তবে অবস্থা কতটা গুরুতর তা নির্ধারণ করা সম্ভব নয়।
কথিত আছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার আগে দেইফ টেলিভিশনে বক্তব্য দেন। তার বক্তব্য শুনেই হামাস নেতারা ইসরায়েলে ঝাঁপিয়ে পড়ে।
অক্টোবরের হামলাকে আল–আকসার বন্যা বা আল–আকসা ফ্লাড বলে উল্লেখ করে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে মাত্র ২০ মিনিটে হামাসের হাজার পাঁচেক রকেট নিক্ষেপের পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে কথা বলতে শোনা যায় হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে। দেইফ বলেন, এ হামলার মধ্য দিয়ে জেরুজালেমে আল–আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অভিযানের প্রতিশোধ নেওয়া হচ্ছে।