মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, হামাস ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিদেশি সমর্থকদের লক্ষ্য করে প্রস্তাবিত মার্কিন আইনের অধীনে একতরফা নিষেধাজ্ঞা মেনে নেবে না মালয়েশিয়া।
প্রধানমন্ত্রী সংসদে বলেন, আমরা কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বীকৃতি দিই যা বহুপাক্ষিক বলে বিবেচিত হয়।
হামাসের নিন্দা জানানোর চাপ প্রত্যাখ্যান করার পর সংঘাত নিয়ে পশ্চিমাদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন প্রধানমন্ত্রী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সমর্থক, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে।