ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক আন্তর্জাতিক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, শনিবার ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলা দেশটির জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত।
তিনি বলেন, ‘পুরো সিস্টেমই ব্যর্থ হয়েছে। এটি কেবল একটি উপাদান নয়। এটি পুরো প্রতিরক্ষা কাঠামো যা স্পষ্টতই ইসরায়েলি বেসামরিকনাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে সামরিক ঘাঁটি, শহর ও খামারে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে। এটা ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ইতিহাসে নজিরবিহীন।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ করে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নামে এবং জাপানে দুইটি পারমাণবিক বোমা ফেলে।