মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসকে অবশ্যই সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি পথও খুঁজে বের করতে হবে।
সিবিএস ৬০ কে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন ইরান ও হিজবুল্লাহকেও এ সংঘাতে না জড়ানোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।
বাইডেন বলেছেন, ‘আমি বিস্তারিত আলাপে যাচ্ছি না। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।’
রবিবার সকালের দিকে যুক্তরাষ্ট্র জানায়, হামাসের হামলায় ইসরায়েলে ৩০ মার্কিন নাগরিকের প্রাণ গছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ জন মার্কিনি। ধারণা করা হচ্ছে তারা হামাসের কাছে বন্দী।
‘নির্মমতায়’ জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণাও দিয়েছেন বাইডেন।
সূত্র: বিবিসি