হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব: ট্রাম্প

0
হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব: ট্রাম্প

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেদের অস্ত্র ফেলে না দিলে তাদের নিরস্ত্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই মঙ্গলবার ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। 

তিনি বলেন,‘হামাস যদি অস্ত্র না ফেলে, তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না। এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি হামাসকে বলেছি, তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে, ‘জি স্যার, আমরা নিরস্ত্র হব।’ 

তিনি জানান, এই বার্তা তিনি সরাসরি নয় বরং ‘আমার লোকদের মাধ্যমে’ হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি, হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কি না।

এদিকে হামাস এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি, যদিও এটি ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি গুরুত্বপূর্ণ শর্ত। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ লেখেন, ‘সব ২০ জন জীবিত জিম্মি ফিরে এসেছে এবং তারা যতটা ভালো থাকা সম্ভব, ততটাই ভালো আছে। এক বিশাল বোঝা নামিয়ে রাখা গেছে। তবে কাজ এখনো শেষ হয়নি। যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেইভাবে মৃতদের মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় ধাপ এখনই শুরু হচ্ছে।’

মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ‘একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’ ঘোষণা দেন। এই সফরে তিনি ও আঞ্চলিক নেতারা গাজা যুদ্ধবিরতির চুক্তিকে স্থায়ী করতে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। এদিকে গাজার একটি হাসপাতাল জানিয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে।

তথ্যসূত্র :  দ্য গার্ডিয়ান ও রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here