হামলা হলে ইসরায়েলকে মুছে ফেলা হবে

0

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মোড় নেবে এবং ইসরায়েলকে মুছে ফেলা হবে। দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। 

২০০০ সালের ২৫ মে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে দক্ষিণ লেবাননে ২২ বছরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরায়েলি সেনারা।

তিনি বলেন, দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতায় বিরাট পরিবর্তন এসেছে। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here