ঢাকায় গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলা গণতন্ত্র মঞ্চ। অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিলটি কাঠপট্টি ও চকবাজার হয়ে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
গণতন্ত্র মঞ্চের জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, জেলা ভাসানী অনুসারী পরিষদ সদস্য আব্দুল মান্নান, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ অন্যান্যরা মিছিলে অংশগ্রহণ করেন।