সালমান রুশদি, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। গত বছরের ১২ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হামলার শিকার হয়েছিলেন তিনি। তাতে একটি চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। একটি হাতও অকেজো হয়ে গেছে স্থায়ীভাবে। জখম হয়েছে ঘাড়ের স্নায়ুও। তবুও ভেঙে পড়তে রাজি নন প্রখ্যাত এই লেখক। আক্রান্ত হওয়ার নয়মাস পরে প্রকাশ্যে এসে এই বার্তা দিলেন তিনি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই শহরেই একটি অনুষ্ঠানে আবার জনসমক্ষে আসেন বুকারজয়ী সাহিত্যিক। বলেন, “সন্ত্রাস যেন আমাদের ভয় পাইয়ে দিতে না পারে। সহিংসতা যেন চুপ করিয়ে না দেয়। লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই চলবে।”