ইসরায়েলের তেল আবিব শহরে এক ফিলিস্তিনি বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়েছে। এতে ইসরায়েলি তিন নাগরিক আহত হয়েছে। ইহুদি সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। পশ্চিম তীরে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এই ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, ‘হামলাকারী অধিকৃত পশ্চিম তীরের ২৩ বছর বয়সী যুবক। ওই যুবককে তারা তাদের সংগঠনের ‘সদস্য’ বলে দাবি করেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি হামলায় ২০০ জনের বেশি অস্ত্রধারী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।