হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের

0

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের দলে রয়েছেন হামজা চৌধুরী।

বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতকে মোকাবেলায় এই স্কোয়াড ঘোষণা করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। 

দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করবেন লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।  

আগামী মঙ্গলবার (২৫ মার্চ) মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। 

একনজরে ভারত সফরের বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here