শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজ শেষে বাস টার্মিনাল জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে একরামুল হক আবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

