শরীফ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে এনসিপির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয় বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা।
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার দায় এড়াতে পারেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

