হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ

0
হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ

জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নোয়াখালীতে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় মাইজদী সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে সমাবেশ করা হয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ থাকে। শুক্রবার বাদ জুমার পর ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ থাকে। 

সমাবেশে সাধারণ শিক্ষার্থী ছাত্রশিবির, ছাত্রদল ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।‌ তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানান এবং একই সাথে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং রাজপথে একসাথে থাকার অঙ্গীকার করেন। 

তারা জানান নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এইজন্য তারা আওয়ামী লীগকে দায়ী করেন।

এসময় জেলা এনসিপি নেতা কাজী মাইনুদ্দিন তানভীর, শিবিরের নেতা আরমান, গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মো. আব্দুল জাহের, এনসিপির ছাত্রনেতা তুহিন ইমরান, মেহেদী হাসান সীমান্ত, ইয়াসিন আরাফাত, ফরহাদ, ছাত্রদলের নেতা ওয়াসিমসহ সর্বদলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here