ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। আটক ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন বলে জানা গেছে। আটক ফয়সাল শুটার ফয়সালের শ্যালকের বন্ধু।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৃথক অভিযানে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোছা. হাসি বেগমকে আটক করা হয়েছে। তরুয়ার বিল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র রয়েছে। এছাড়াও শেরেবাংলানগরে শুটার ফয়সালের বোন জিয়াসমিনের বাসার পাশ থেকে ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
হাদির ওপর হামলার আগে শেরেবাংলানগরের পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশে অবস্থিত বোনের বাসা থেকেই সহযোগী আলমগীরকে নিয়ে মোটরসাইকেলে বের হয়েছিলেন ফয়সাল। হামলার পরেও ফয়সাল ও তার সহযোগী ওই এলাকায় যান এবং সিএনজিতে সেখান থেকে চলে যান।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোডে হাদিকে গুলি করা হয়। এরপর দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। মাথায় গুলিবিদ্ধ হওয়া হাদিকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আর এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় পাঁচজন রিমান্ডে রয়েছেন।

