আফগানিস্তানের বিপক্ষে তিন সংস্করণের সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। যেখানে রয়েছেন তামিম ইকবাল-মেহেদী মিরাজরা। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার অনুশীলন করেছে দল। এরপর গণমাধ্যমে কথা বলেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
এই সময়ে তারই স্বদেশী কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কথা বলেন হেরাথ, ‘আমরা একসাথে খেলেছি। ওর অধীনেও খেলেছি। আমাদের সম্পর্ক-বোঝাপড়া দারুণ। এই বোঝাপড়া থাকলে কাজ করা সহজ হয়ে যায়।’
এদিকে পার্টটাইম স্পিনারদের নিয়ে হেরাথ বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাটাররা কয়েক ওভার বল করে দেয়। যেমন শান্ত, এটা বোলিংয়ে অনেক বিকল্প তৈরি করবে। যখন অনেক বিকল্প থাকবে তখন ঠিক সমন্বয় মিলবে। আমি সব সময় হৃদয়, শান্তদের বোলিংয়ে দেখতে পছন্দ করব।’