‘হাথুরুর আক্রমণাত্মক মন্ত্রেই সফল বাংলাদেশ’

0

প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে সাকিব, লিটন, তাসকিন, মুস্তাফিজরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। আত্মবিশ্বাসে উড়তে থাকা টাইগাররা সিলেটে আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে। তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই নতুন নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। গতকাল (২৭ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখিয়ে জিতেছে স্বাগতিকরা। 

দ্বিতীয় মেয়াদে টাইগারদের দায়িত্ব নিয়ে শুরুটা দুর্দান্ত করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তাসকিন আহমেদ জানালেন- ব্যর্থতার ভয় কাটাতে সাহায্য করছেন এই টাইগার কোচ। 

ডানহাতি এই পেসার বলেন, ‘আসলে ফেয়ার অব ফেইলরের ভয়টা আটকে ছিল। ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে। সবাই সাপোর্ট করছে। ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে। এক্সিকিউশনে করতে দ্বিধাদ্বন্দ্ব না থাকি, কারণ স্বাধীনভাবে যেন খেলি। উজাড় করে। এই গেমটা আনতে হবে মাঠে, অ্যাগ্রেসিভ ক্রিকেট।’ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here