বিশ্বকাপের অনেকটা আগেই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছিলেন ইনজুরিতে ভোগা তামিম ইকবাল। তারপর চোট কাটিয়ে উঠলেও তামিমের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে শুরু হয় নানা নাটক। শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে খেলেননি তামিম। ছিলো পেছন থেকে বিসিবির কিছু কর্তা ও টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগ। ভিডিও বার্তায় তামিম দাবি করেছিলেন, ওপেনিং নয় তাকে নীচের দিকে খেলানোর প্রস্তাবও দিয়েছিলেন এক বিসিবি পরিচালক। তবে তামিম সেই শর্ত মেনে বিশ্বকাপ দলে থাকতে রাজি ছিলেন না।
এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে ট্রফি জিতিয়েছেন তামিম। সেই সাথে ব্যাটে করেও আসরের সর্বোচ্চ রান। সবমিলিয়ে এখন তামিম ছন্দেই আছেন। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কবে সেই প্রশ্নটা উঠছিল বারবার।
আফগানিস্তান সিরিজে হুট করে কেন অবসর নিয়েছিলেন তামিম- এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো।’