হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণ ডাকাতির অভিযোগ

0

রংপুরের কাউনিয়া উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা পিস্তল দেখিয়ে নগদ টাকাসহ স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

ঘটনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে আমজাদ হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যদের পরনে শুধু হাফপ্যান্ট ছিল, গায়ে কোনো জামা ছিল না। সবার পিঠে ছোট ব্যাগ ছিল।

দীর্ঘদিন পর কাউনিয়ায় ডাকাতির ঘটনায় গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় গভীরভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here