হাতে কাজ নেই, অভিনেতা এখন মুদিদোকানি

0
হাতে কাজ নেই, অভিনেতা এখন মুদিদোকানি

খল অভিনেতা হিসেবে টলিপাড়ায় পরিচিত ছিলেন সুরজিৎ সেন। পাঁচ বছর হলো পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পুনরায় আলোচনায় আসেন। 

অভিনয়ে নেই, কীভাবে দিন চলে তার? সুরজিৎ বলেন, ১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা উপার্জন করতে পেরেছি। তাহলেই বুঝুন কী অবস্থা!

এলাকায় মুদি দোকান খুলেছেন অভিনেতা। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে গেলেন সুরজিৎ।

মূলত আইসক্রিম, নরম পানীয়র ব্যবসা তার। অভিনেতা বলেন, তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। 

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছে নেই তার। ব্যবসাতেই মনোযোগ দিতে চান। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-সহ একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here