হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

0

লালমনিরহাটের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি বেড়েই চলছে। চিকিৎসক থেকেও সেবা পাচ্ছে না রোগীরা। হাসপাতালের যন্ত্রাংশ নষ্টের অজুহাতে রোগীদের বাড়তির টাকা খরচ হচ্ছে। অপরদিকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত, মানসম্মত খাবার পরিবেশন, ওষুধসহ কর্মকর্তাদের যথাযথ উপস্থিত নিশ্চিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে জেলার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অভিযান চালিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুড়িগ্রামে সহকারী পরিচালক খালিদ মাহমুদ এর নেতৃত্বে দুদকের ৬ জন সদস্য এ অভিযানে অংশ নেন। তারা হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর,বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। রোগীদের খাবারের মান দেখেন। এবং খাবারের তালিকা সংগ্রহ করেন। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে পদে পদে রোগী ভোগান্তি বিষয়ে সত্যতা পান। অপরদিকে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ও সরকারি ওষুধের তালিকা সংগ্রহ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here