রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে ছিল কার্পেট এবং কাপড়ের গোডাউন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভবনটির ভেতরে ছিল কার্পেট ও কাপড়ের গোডাউন। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ ভবন সংশ্লিষ্টরা।