চাঁদপুরের হাজীগঞ্জে গাড়ি চাপায় রিহান খান (১০) নামে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল এলাকায় কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত রিহান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।
স্থানীয়রা জানান, রিহান তার দাদি মমিনা খাতুনের সঙ্গে সিএনজি অটোরিকশায় চাঁদপুর থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কৈয়ারপুল এলাকায় পৌঁছালে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় রেহানা আক্তারের সহযোগিতায় রিহানকে তার দাদির সঙ্গে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রেফার করা হয়েছে, যাতে বিচ্ছিন্ন হাত জোড়া দেওয়ার সুযোগ থাকে। তিনি জানান, শিশুটি আশঙ্কামুক্ত।

