অনেক দিন পর মাঠে ফিরছেন লিওনেল মেসি। আর সেই সাথে আছে আরো এক ধামাকা। বহু ম্যাচে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ কাঁপানো এক জুটিকে আবারও এক সাথে মাঠে দেখার সুযোগ মিলতেও পারে। এলএম টেনের সাথে জোট বাঁধা সেই মানুষটার নাম লুইস সুয়ারেজ।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় এল সালভাদরের সঙ্গে মায়ামির প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছেন। সেই ম্যাচে মেসি-সুয়ারেজ জুটিকে আবার এক সাথে খেলতে দেখা যেতে পারে।
মায়ামি শুরু থেকেই সুয়ারেজকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়ে রেখেছে।
২০২০ সালের আগস্টে সবশেষ বন্ধু মেসির সাথে সুয়ারেজকে একসাথে খেলতে দেখা গিয়েছিল।