মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি ও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি, তবে বলিউডের একটি সূত্র এ গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশন (আফকন) ফুটবল ম্যাচ দেখতে যান বলিউডকন্যা। তারপর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। এ সময় নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তার অনুরাগীদের। তারপরেই জল্পনা-কল্পনার শুরু। নেটিজেনদের অনুমান, আশরাফের সঙ্গে ইতোমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।
বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এবার আরও ঘনীভূত হলো। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বসেরা পাঁচ ফুটবলারের একজন ধরা হয় আশরাফ হাকিমিকে। অন্যদিকে, নোরাও তার কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আগামীতে অভিনেত্রীকে ‘কাঞ্চানা ৪’ ছবিতে দেখা যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

