হাওরাঞ্চলে কৃষি প্রতিবেশবিদ্যা জলবায়ু ন্যায্যতা খাদ্যে সার্বভৌমত্ব বিষয়ে সক্ষমতা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে হাওরের জীববৈচিত্র্য রক্ষা, খাদ্য উৎপাদন ব্যবস্থা ও পাহাড় রক্ষাসহ প্রাণ বৈচিত্র্য ফিরিয়ে আনা নিয়ে আলোকপাত করা হয়।
নেত্রকোনার আটপাড়া রামেশ্বরপুর বারসিকের রিসোর্স সেন্টারে গ্রীণ কোয়ালিশনের আয়োজনে রবিবার থেকে দুদিন ব্যাপী কর্মশালা শুরু হয়। জেলার চার উপজেলার কৃষক, গ্রীণ কোয়ালিশন সংগঠক, যুবক, সমাজকর্মী ও সাংবাদিক মিলে মোট ৩৫ জন অংশ নিয়েছেন।
হাওরের প্রাণ বৈচিত্র্য রক্ষা এবং খাদ্যে সক্ষমতা, হাওরের সম্পদ নষ্ট, সীমান্তে পাহাড়ের ইকোসিস্টেম ধংস কিভাবে হচ্ছে এবং এর থেকে উত্তরণের পথ সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করে কর্মশালা পরিচালনা করেন, বারসিকের জেলা সমন্বয়কারী মো. অহিদুর রহমান, খাদ্য ও প্রাণবৈচিত্র্য বিভাগের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। পরে পরিবশে নিয়ে বিস্তর আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জেলা সুজনের সভাপতি রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ-বৈচিত্র রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, সেভ দ্যা এনিমেল অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল, গ্রীণ কোয়লিশনের মীর্জা হৃদয় সাগর। তারা বলেন, কৃষি প্রতিবেশ চর্চাই হচ্ছে জলবায়ু সমাধান। তাই এলাকা ভিত্তিক ভাবে নিজস্ব জ্ঞান নির্ভর চর্চার মাধ্যমে নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে জলবায়ু মোকাবেলা করতে হবে। কর্মশালার শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন অংশগ্রহণকারীরা।

