হাইতিতে সংঘবদ্ধ একটি গ্যাংয়ের অন্তত ১৩ সদস্যকে পিটিয়ে ও পুড়িয়ে মেরে ফেলেছে উত্তেজিত একদল জনতা।
গ্যাং সদস্যরা সোমবার বাড়িঘরে লুটপাট ও বাসিন্দাদের উপর হামলা শুরু করলে শহরে সংঘাত ছড়িয়ে পড়ে৷
পুলিশ বলছে, এ ঘটনার আগ মুহূর্তে গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জনসাধারণ কীভাবে সন্দেহভাজনদের ধরে ফেলেছিল সেই ব্যাখ্যা দেয়নি পুলিশ।
২০২১ সালের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান হারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির রাজধানীতে চলমান নিরাপত্তাহীনতা যুদ্ধরত দেশগুলোর মতো পর্যায়ে পৌঁছে গেছে।
দেশটির বিভিন্ন সশস্ত্র গ্যাংয়ের সদস্যরা আঞ্চলিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্য নিজেদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্যারিবীয় এই দেশটিতে পুলিশ ও প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দেশটিতে অনেক বেসামরিক নাগরিকের প্রাণহানিও ঘটছে।