আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ইবাদত হোসেন চৌধুরি। দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পাওয়া বাঁ হাঁটুর চোটে আফগানদের এই সফরে আর খেলা হবে না এই পেসারের।
বিসিবি সংবাদ বিবৃতিতে রবিবার (০৯ জুলাই) জানিয়েছে ইবাদতের ছিটকে যাওয়ার খবর। চোটের অবস্থা বুঝতে এমআরআই করানো হয়েছে। ফিজিও মুজাদ্দেজ আলফা বলেছেন, দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সারবেন ইবাদত।
গত শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শেষ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে বিপত্তিতে পড়েন ইবাদত। রান আপে ছুটে যাওয়ার সময় আম্পায়ারের সঙ্গে লেগে যায় তার ডান হাতের কনুই।
সঙ্গে সঙ্গে থমকে যান তিনি এবং ভারসাম্য হারিয়ে পড়ে যান পিচের ওপরেই। শুরুতে হাঁটুতে হাত দিয়ে বসে থাকেন। কিছুক্ষণ পর ফিজিওর পাশে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়েন তিনি।
সিরিজের প্রথম ম্যাচটিতে দলে ছিলেন না ইবাদত। দ্বিতীয়টিতে দলে ফিরে ৯.২ ওভারে ৬১ রান খরচায় নেন রহমত শাহর উইকেট।