হলুদ কার্ড দেখেলেন রোনালদো, হারল আল নাসের

0

সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ এপ্রিল) সৌদি আরবের ক্লাসিকোতে আল হিলালের কাছে হেরেছে ২-০ গোলে। আল হিলালের দু’টি গোলই এসেছে পেনাল্টি থেকে। পেনাল্টি অবশ্য আল নাসেরও পেয়েছিল। কিন্তু ভিএআর পরীক্ষার পর বাতিল হয় রেফারির পেনাল্টির সিদ্ধান্ত। এ ম্যাচে আবার হলুদ কার্ড পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ঘরের মাঠে আল হিলালের গোল দু’টি এসেছিল পেনাল্টি থেকে। দুই বারই জাল স্পর্শ করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ওডিওন ইঘালো।  

বিরতির পর ৫৭ মিনিটে গুস্তাভো ক্যুইল্লারকে বাধা দেন রোনালদো। যার খেসারত দেন হলুদ কার্ড দেখে। ৬২ মিনিটে পেনাল্টি এরিয়া ফাউল করে আল হিলালকে দ্বিতীয় পেনাল্টি উপহার দেন জালোলিদ্দিন। এবারও গোল আদায় করেন ইঘালো।

এরপর আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ এগুতে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত শূন্য হাতেই মাঠ ত্যাগ করতে হয় রোনলদোদের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here