‌‘হলিউডের সিনেমা হিন্দিতে নির্মাণ হলে অস্কার জিততেন ইরফান’

0

হলিউডের সিনেমা যদি হিন্দি ভাষায় নির্মাণ করা হত তবে অভিনেতা ইরফান খান একটা অস্কার জিততেন। এমন মন্তব্যেই করেছেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার।

সুতপা মনে করেন, পশ্চিমা সিনেমায় ইংরেজি ভাষা তার একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। 

২০২০ সালে ক্যান্সারে ভুগে পরপারে পাড়ি জমান ইরফান। তিনি ইংরেজি সিনেমা লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড ও অস্কারজয়ী স্লাম ডগ মিলিনিয়ারে অভিনয় করেছেন।

সুতপা বলেছেন, ‘আমি সব সময় তাকে বলতাম যদি হলিউড সিনেমা হিন্দি ভাষায় নির্মাণ করা হত, তবে তুমি একটা অস্কার পেতে।’ 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here