হলিউডের সিনেমায় রোনালদো!

0
হলিউডের সিনেমায় রোনালদো!

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার এবং আলোচনা সাপেক্ষে বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে এবার দেখা যেতে পারে বড় পর্দায়! হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল। 

ডমিনিক টোরেত্তো চরিত্রে দীর্ঘদিন ধরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেতৃত্ব দেওয়া ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, রোনালদোর জন্য বিশেষ একটি চরিত্র তৈরি করা হয়েছে। পোস্টে রোনালদোকে ট্যাগ করে দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি।

ভিন ডিজেল লেখেন, ‘অনেকে জানতে চেয়েছেন, সে কি ফাস্ট-এর গল্পে থাকবে? আমি বলতে পারি, সে সত্যিই একজন খাঁটি মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি।’

 তবে সেই চরিত্রটি কী ধরনের, কিংবা গল্পে তার ভূমিকা কী—এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও।

জনপ্রিয় স্ট্রিট রেসিং ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিনেমা ফাস্ট এক্স : পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে।

মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এই ছবিটিই নাকি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের শেষ কিস্তি হতে যাচ্ছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব কিছু চূড়ান্ত হলে ফুটবল মাঠের বাইরে নতুন এক রূপে, বড় পর্দায় রোনালদোকে দেখতে পারেন তার ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here