হলিউডের সিনেমায় রাম চরণ?

0

‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান দিয়েই অস্কারে প্রবেশ করতে চলেছেন দক্ষিণ ভারতের অভিনেতা রাম চরণ। ইতোমধ্যেই বেস্ট অরিজিনাল সং হিসেবে গোল্ডেন গ্লোবস জিতেছে এই গানটি। পশ্চিমাদের মুখেও ঝরেছে ‘আরআরআর’ সিনেমার প্রশংসা। আর এই সিনেমাই বিশ্বে রামচরণকে বিশেষ একটা পরিচিতি এনে দিয়েছে।

এবার হলিউডে কাজ করতে চলেছেন রাম চরণ- এমন গুঞ্জনও উঠছে। আর সে বিষয়েই কথা বলেছেন এই অভিনেতা।

হলিউডের কাদের সাথে অভিনয় করতে চা সেকথাও জানিয়েছেন রামচরণ। তিনি বলেছেন, ‘শীর্ষ সারির তারকাদের মধ্যে আমি জুলিয়া রবার্টসের সঙ্গে কাজ করতে চাই। সেই ছবিতে যদি অতিথি চরিত্রেও থাকি, তবুও। কে না চায় টম ক্রুজ, ব্র্যাড পিট, জুলিয়া রবার্টসের মতো তারকাদের সঙ্গে কাজ না করতে?’

অস্কারের গুরুত্বও বোঝালেন রামচরণ। তিনি বলেছেন, ‘বাবা আমাকে বলেন যে আমি প্রায় দেড়শ’র উপরে ছবি করেছি এবং একবার অস্কারে ডাক পেয়েছি, তার মানে এটা একটা বিরাট অর্জন। আর এখন যেহেতু আমরা মনোনয়ন পেয়েছি, আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here