হলান্ড-আলভারেজে সিটির গোলবন্যা

0

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার (১৮ মার্চ) বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকের পর এই ম্যাচে জোড়া গোল করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। বাকি গোলটি করেন কোল পালমার।

এদিন ভিন্ন ফরমেশন নিয়ে শিষ্যদের নামিয়েছিলেন গার্দিওলা। ৩-২-৪-১ ফর্মেশনে এদিন হলান্ড ও আলভারেজ নামানোর জুয়াটা কাজেও লেগে যায়। ম্যাচের ৩২ মিনিটে হলান্ডের গোলে শুরু হয় সিটির গোল উৎসব। ৩ মিনিট পর দ্বিতীয় ও ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here