আগামীকাল রবিবার হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করে ও সাধারণের যানচলাচলে ব্যাহত করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নেবে।
শনিবার রাত সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এই তথ্য জানান।
বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে কাল সারা দেশে হরতাল কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির হরতালে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
জামায়াতে ইসলামীও এক বিবৃতিতে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।