হয়ে গেল ওয়েব ফিল্ম ‘অসময়’ এর স্ক্রিপ্ট রিডিং সেশন

0

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ বঙ্গতে মুক্তি পাওয়ার পর একাধিক রেকর্ড করে। সেখানে জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেলদের অভিনয় দর্শকের মন জয় করেছিল। 

সেই সিরিজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই বঙ্গ-এর সঙ্গে ‘অসময়’ এবং ‘আন্ডারওয়ার্ল্ড : সিজন ১’ নামের নতুন দু’টি কনটেন্ট নির্মাণের চুক্তি সম্পন্ন করেছিলেন অমি। সেখান থেকে ‘অসময়’ নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।

ওয়েব-ফিল্মটির ব্যাপারে প্রযোজক এবং বঙ্গ-এর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, অসময় ওয়েব-ফিল্মের মাধ্যমে দর্শকরা একটি চমৎকার গল্পের পাশাপাশি অমির বহুমাত্রিক প্রতিভার সঙ্গে পরিচিত হবে বলে আমার বিশ্বাস।

‘অসময়’ ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিন, রুনা খান, তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, শ্বাশত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা, ইশরাত জাহিন এবং একটি বিশেষ চরিত্রে জিয়াউল হক পলাশ। চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ওয়েব-ফিল্মটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here