হবিগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

0
হবিগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

পাথর ও বালু বোঝাই ট্রাকে পাচার হচ্ছিল ভারতীয় কসমেটিক্স, চকলেট, জিরাসহ নানা ধরণের পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ’র ৫৫ ব্যাটালিয়ন। অভিযানকালে পাথর ও বালুবোঝাই ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে ট্রাক ও কাভার্ডগুলোতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রীম-লোশন, জিরাসহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড, চকলেট উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বরে জানায় বিজিবি।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারীরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এসব চোরাচালান রোধ করছে বিজিবি। তিনি আরও জানান, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে আটক করা হয়েছে ৩৭ জনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here