হবিগঞ্জে লোকালয়ে ডুকছে কুশিয়ারার পানি

0

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা-কালনী নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে নদীর পাড় ডুবে গিয়ে পানি প্রবেশ করছে নিচু এলাকার লোকালয়ে। ইতোমধ্যে বেশ কিছু দোকানপাট ও বাড়িঘরের সামনে এসে পড়েছে পানি। ডুবে গেছে কিছু রাস্তা-ঘাটও। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, কুশিয়ারা-কালনী নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগের দিন শুক্রবার বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার অতিক্রম করেছিল পানি। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় নদীতে পানি কমেছে ২ সেন্টিমিটার। এছাড়াও খোয়াই নদীর বাল্লা পয়েন্টে ১৪৯ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৫৮৬ সেন্টিমিটার, মাছুলিয়া পয়েন্টে ৩৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় লোকজন বলছেন, পাহাড়পুর বাজারের লঞ্চঘাট এলাকাটি নিচু এলাকা। যে কারণে পানি বাড়লেই ওই এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here