হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটা অবস্থায় উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।
আটকৃকতরা হল- উপজেলার রেখাকান্দি গ্রামের রহমত আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) ও একই গ্রামের আছাব আলীর পুত্র সুমন মিয়া। ভ্রম্যামান আদালত সূত্রে জানা যায়- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় পেয়ে জব্দ করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

