দেশহবিগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধারBy AmarNews.com.bd - July 15, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL হবিগঞ্জের বাহুবলে গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যাওয়ার একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুরঞ্জিত দাস (৩০) ওই গ্রামের শারন্ত দাসের পুত্র।