হবিগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

0

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুব্রত দাশ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সুব্রত দাশ ওই গ্রামের যশের দাসের ছেলে। 

পুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত অবস্থায় মিন্টু দাশ, রাকেশদাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here