হবিগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা ছাত্রদল। শনিবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান তারা।