হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দা’য়ের কোপে মোশারফ হোসেন (৪০) নামে এক চাচা নিহত হয়েছে। নিহত মোশারফ হোসেন উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন নামে ওই ব্যক্তির সাথে মাটি কাটা নিয়ে বাকবিতণ্ডা হয় তার ভাতিজা শাহিন মিয়ার। এনিয়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা’ দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।