হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

0

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পাবেল মিয়া ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে।

এদিকে, টেঁটাবিদ্ধ অবস্থায় পাবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আহতরা হলেন-মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪), আ. হামিদ (৩০), সফিক মিয়া (৪০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮), জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৫), মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০), ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮), সামসুউদ্দিন (৩০) ও সাইফুল (২৯)। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here