হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

0

পাবনার ফরিদপুর থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি ও সুজন বাহিনীর প্রধান সুজন খাকে গ্রেফতার করেছে র‌্যাব- ১২ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম। সে পাবনার ফরিদপুর থানার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের নুর বক্সের ছেলে। 

তিনি বলেন, আটক সুজন খা পাবনা জেলার ফরিদপুর থানার অনিল কুমার সাহা ওরফে কার্তিক ও সাথিয়া থানার আলমাস হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও সুজন  খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, এলাকায় মাছের ঘের থেকে চাদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল। বুধবার বিকেলে সুজন খা তার বাহিনী নিয়ে সশস্ত্র অবস্থায় মঙ্গলগ্রামে একটি চায়ের দোকানে  আড্ডা দিচ্ছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সবুজ খাকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here